Police : ‘কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখতে চাই’ পূর্ব বর্ধমানের পুলিশের সুপারের হুঁশিয়ারি

2022-06-18 843

তোলাবাজি বন্ধে পূর্ব বর্ধমানের পুলিশের সুপারের হুঁশিয়ারি। ‘কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখতে চাই’, টোটো চালকদের কাছে তোলা চাওয়ার অভিযোগে হুঁশিয়ারি এসপির ।‘তোলাবাজি চলবে না, বারবার বললাম, দেখতে চাই কড় বড় গুন্ডা আছে’, ‘স্টেশনের বাইরে কেউ তোলাবাজি করলে, এক পয়সাও দেবেন না’, টোটো চালকদের কাছে তোলাবাজি বন্ধে বর্ধমানে হুঁশিয়ারি পুলিশ সুপারের।

Videos similaires