রাজ্যে একদিনে করোনায় ২৮৮জন আক্রান্ত। ২৮৮জন সংক্রমিতের মধ্যে ১০৮জনই কলকাতার । ২৮৮জন সংক্রমিতের মধ্যে ৬৮জন উঃ ২৪ পরগনার। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ২৫জন করোনা আক্রান্ত। বাংলায় ওমিক্রনের নতুন প্রজাতির সন্ধান। একজনের নমুনায় ওমিক্রনের নতুন প্রজাতির সন্ধান। এনিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দাবি স্বাস্থ্য দফতরের।