অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও। শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে অভিনব প্রতিবাদ। অবরোধ করে রেললাইনে পুশ আপ বিক্ষোভকারীদের। অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে আটকে পড়ে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। মিনিট চল্লিশ পর রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়।