Rahul Gandhi Tweet: কৃষি আইন নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করে ট্যুইট রাহুল গাঁধীর। Bangla News

2022-06-18 38

৮ বছর ধরে বিজেপি সরকার ‘জয় জওয়ান জয় কিষাণ’-কে অপমান করেছে। আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ঠিক একইভাবে বীর ক্ষমাপ্রার্থী হয়ে ওঁকে যুবসম্প্রদায়ের কথা মেনে অগ্নিপথও প্রত্যাহার করতে হবে’,ট্যুইট করে কটাক্ষ রাহুল গাঁধীর।

Videos similaires