বিহার থেকে আসা হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক। আজ ভোর ৪টের সময় ঢোকার কথা ছিল শিয়ালদা স্টেশনে। অগ্নিপথ-বিক্ষোভের জেরে এদিন হাটেবাজারে এক্সপ্রেস কলকাতায় পৌঁছয় সকাল সাড়ে ৭টায়। যাত্রীরা জানিয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাড়িতে থাকা পরিবারের সদস্যরা। সঙ্গে বেশি খাবার না থাকায় চিন্তা আরও বেড়েছে। যাত্রীদের একটি দল আজ দুপুরে কেরলে যাওয়ার ট্রেন ধরবে। দক্ষিণ ভারতেও অগ্নিপথ-বিক্ষোভের আঁচ ছড়ানোয় তাঁরা আতঙ্কিত।