অগ্নিপথ বিরোধিতায় আজ বন্ধের ডাক বিহারের বিভিন্ন ছাত্র সংগঠনের। সমর্থন সমস্ত বিরোধী দলের। অশান্ত বিহারের জেহানাবাদ। বাস-ট্রাকে আগুন, পাথরবৃষ্টি। উত্তরপ্রদেশের কুশীনগরের পডরোনা স্টেশনে অগ্নিপথ বিক্ষোভের জেরে রেল অবরোধ। আটকে পড়েছে গোমতীনগর-ছাপরা এক্সপ্রেস। চরম দুর্ভোগে যাত্রীরা।