Bharat Bandh: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে বিহারের বিভিন্ন ছাত্র সংগঠন। Bangla News

2022-06-18 133

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে বিহারের বিভিন্ন ছাত্র সংগঠন। বিহারের সমস্ত বিরোধী দল এই বন্‍ধকে সমর্থন জানিয়েছে। বিহারের জেহানাবাদে থানার সামনেই ট্রাক ও বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পাথরও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহর্ষ এলাকায় বন‍্‍ধের জেরে সকাল থেকেই রাস্তাঘাট শুনশান। সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।  ভারতীয় সেনার সশস্ত্র বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেন। রাজস্থানের ভরতপুরে উপড়ে ফেলা হয় রেল লাইন। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে এক চাকরিপ্রার্থীর মৃত্যু হয়েছে। বিহারের লখিসরাইয়ে এক ট্রেন যাত্রী অসুস্থ হয়ে মারা গেছেন ।  বিহারে বিজেপির শীর্ষ নেতা ও উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। রাস্তায় ইট-পাথরবৃষ্টি। বিপর্যস্ত জনজীবন। অগ্নিপথের আঁচ বাংলাতেও।

Videos similaires