মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রাক্তন সেনাকর্তারা প্রশ্ন তুলছেন, যে চাকরিতে চার বছর পর নিশ্চয়তা নেই, অবসরের পর পেনশন-গ্র্যাচুইটি নেই, সেখানে কাজের উদ্যম আসবে কোথা থেকে? পাল্টা কেন্দ্রের যুক্তি, এই সিদ্ধান্তের ফলে সেনায় অল্পবয়সীর সংখ্যা বাড়বে। চার বছর পর আধাসামরিক বাহিনীর নিয়োগে অগ্রাধিকার পাবেন তাঁরা।