Agnipath Agitation : মোদি সরকারের অগ্নিপথ-সিদ্ধান্তের প্রতিবাদে, রাস্তায় নেমেছেন, সেনায় চাকরির স্বপ্ন দেখা হাজার হাজার যুবক

2022-06-17 215

মোদি সরকারের অগ্নিপথ-সিদ্ধান্তের প্রতিবাদে, রাস্তায় নেমেছেন, সেনায় চাকরির স্বপ্ন দেখা হাজার হাজার যুবক। যা দেখে অনেকে বলছেন, বেকারত্ব নিয়ে গত কয়েকবছরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে অনুঘটকের কাজ করেছে অগ্নিপথ। বেকার যুবক-যুবতীদের জ্বালার প্রতিফলনই দেখা যাচ্ছে এই বিক্ষোভে।

Videos similaires