Nojore 9 ta : অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য, মৃত্যু ২ জনের, চটজলদি দেখে নিন সব খবর

2022-06-17 49

অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য, মৃত্যু ২ জনের। সেকেন্দ্রাবাদে স্টেশনে গণ্ডগোল থামাতে পুলিশের ‘গুলি’। পুলিশের বিরুদ্ধে ১৭ রাউন্ড গুলি চালানোর অভিযোগ, মৃত্যু একজনের। আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিহারের লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর, মৃত্যু একজনের। সাসারামে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ। অগ্নিপথ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায়। বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের।