WBJEE 2022 : জয়েন্টে প্রথম ও দ্বিতীয় দুই হিমাংশু শেখর, একে অপরকে কী জানাচ্ছে তারা

2022-06-17 2,139

পরীক্ষার ৪৮ দিনের মাথায় আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। গত বারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। ব্যারাকপুরের হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে প্রথম। শিলিগুড়ির হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয়। জয়েন্ট্র এন্ট্রান্সে তৃতীয় ফিউচার ফাউন্ডেশনের সপ্তর্ষি মুখোপাধ্যায়। জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ , মেয়েদের মধ্যে প্রথম সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী জাহ্নবী শ। জয়েন্টে পঞ্চম কোচবিহার জেনকিন্স স্কুলের কৌস্তভ চৌধুরী। জয়েন্টে ষষ্ঠ সৌম্যপ্রভ দে। জয়েন্টে সপ্তম দেবরাজ কর্মকার। জয়েন্টে অষ্টম সাউথ পয়েন্টের অগ্নিধ্র্য দে। জয়েন্টে নবম ক্যালকাটা বয়েজের অয়ন অধিকারী। জয়েন্টে দশম শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।