Agnipath : অগ্নিপথ-বিরোধিতায় আন্দোলনে গণ্ডগোল থামাতে পুলিশের ‘গুলি', ১ জনের মৃত্যু

2022-06-17 233

অগ্নিপথ-বিরোধিতায় আন্দোলনে এবার মৃত্যু। সেকেন্দ্রাবাদে স্টেশনে গণ্ডগোল থামাতে পুলিশের ‘গুলি’, ১৭ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। গুলিতে ১ জনের মৃত্যুর অভিযোগ। আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃত ব্যক্তি ওয়ারাঙ্গলের বাসিন্দা, তাঁর নাম দামোদর।

Videos similaires