ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল অভিযুক্তরা। অভিযোগ, মূলত মার্কিন নাগরিকদের প্রতারণা করা হত। ঘটনায় মূল অভিযুক্ত বিজয় সাউ সহ ১২ জনকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানা।পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে ১২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটি। কীভাবে প্রতারণা, কত টাকার প্রতারণা, তদন্তে নেমে এ সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।