আজও অগ্নিপথ-বিতর্কের আঁচ রাজ্যে। কাল ভাটপাড়ায় বিক্ষোভের পর আজ ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ। অবরোধে আটকে পড়েছে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। কাজের দিনে যাত্রী দুর্ভোগ চরমে। শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল।