Coochbehar: বর্ষার শুরুতেই কোচবিহারের গুড়িয়াহাটি এলাকায় ভাঙল ‘মরা তোর্সা’ নদীর নতুন বাঁধ

2022-06-17 31

বর্ষার শুরুতেই কোচবিহারের গুড়িয়াহাটি এলাকায় ভাঙল ‘মরা তোর্সা’ নদীর নতুন বাঁধ। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের জেরে এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তৃণমূল জমানায় সবেতেই দুর্নীতি, কটাক্ষ বিজেপির। অভিযোগ ওড়াল শাসকদল।

Videos similaires