Coochbehar News: বর্ষার শুরুতেই ভাঙল নদীর নতুন বাঁধ, নিম্নমানের সামগ্রী ব্য়বহারের অভিযোগ স্থানীয়দের

2022-06-16 1

বর্ষার (Moonsoon) শুরুতেই কোচবিহারের (Coochbehar) গুড়িয়াহাটি এলাকায় ভাঙল ‘মরা তোর্সা’ নদীর নতুন বাঁধ। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের জেরে এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তৃণমূল জমানায় সবেতেই দুর্নীতি, কটাক্ষ বিজেপির (BJP)। অভিযোগ ওড়াল শাসকদল (TMC)।

Videos similaires