পূর্ব মেদিনীপুরের (East Midnapur) এগরা (Egra) ও পটাশপুরে (Potaspur) চিনাবাদাম তুলে নেওয়ার পর, আগুন জ্বালিয়ে গাছ পুড়িয়ে দিচ্ছেন কৃষকরা। ফলে এলাকায় ব্যাপক দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কৃষকদের দাবি, মাটির সঙ্গে গাছ মিশিয়ে দেওয়ার খরচ বেশি হওয়া গাছ পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। কৃষকদের সচেতন করতে প্রচার শুরু করেছে কৃষি দফতর।