SLST: এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান ঘিরে ধুন্ধুমার, চুলের মুঠি ধরে আন্দোলনকারীদের তুলল পুলিশ

2022-06-16 94

শহিদ মিনারে (Shaheed Minar) এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seeker) অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার। পুলিশের (Kolkata Police) সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। নিয়ে যাওয়া হল লালবাজার (Laalbazar) সেন্ট্রাল লক আপে। 

Videos similaires