Sonam Kapoor এর সাধের অনুষ্ঠান লন্ডনে, দেখুন চোখ ধাঁধানো অনুষ্ঠানের ঝলক

2022-08-24 2

আর কয়েকদিনের মধ্যে মা হচ্ছেন সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে তাই একেবারে একান্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি ইতালি থেকে বেবিমুন সেরে ফেরেন সোনম। বেবিমুনের পর এবার সোনমের বেবি শাওয়ার অর্থাৎ সাধের আয়োজন করা হয়।