SBI Interest Rate Hike : গৃহঋণে সুদের হার আরও বাড়াল SBI, ৭.০৫ শতাংশ থেকে বেড়ে হল ৭.৫৫ শতাংশ

2022-06-16 1

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পরেই গৃহঋণে সুদের হার আরও বাড়াল SBI। ৭.০৫ শতাংশ থেকে বেড়ে স্টেট ব্যাঙ্কে গৃহঋণে সুদের হার হল ৭.৫৫ শতাংশ। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এবার স্টেট ব্যাঙ্কও গৃহঋণে সুদের হার বাড়াল। গোদের ওপর বিষফোঁড়ার মতো মুদ্রাস্ফীতি মোকাবিলায় আমেরিকাতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার আরও ০.৭৫ শতাংশ বাড়িয়েছে। গত ৪০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি পৌঁছেছে সর্বোচ্চে। ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে ডলার মজবুত হলেও ভারতীয় টাকার দাম আরও তলানিতে নামার আশঙ্কা। ইতিমধ্যেই ডলারের তুলনায় টাকার দাম পৌঁছেছে সর্বনিম্নে। গতকাল ডলারপিছু টাকার দাম কমে দাঁড়িয়েছে ৭৮ টাকা ১৪ পয়সা।