Birbhum Smuggling : ফলের পেটির আড়ালে কয়লা! পুলিশের তত্‍পরতায় ভেস্তে গেল পাচারের ছক!

2022-06-16 68

ম্যাটাডোরে প্রথমে রাখা হয়েছিল কয়লা। তার ওপর চাপা দেওয়া ছিল ফলের পেটি! পুলিশের চোখ এড়িয়ে এভাবেই পাচারের ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু পুলিশের তত্‍পরতায় ভেস্তে গেল পাচারের ছক! বীরভূমের মহম্মদবাজারের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Videos similaires