গরু পাচারকাণ্ডে এবার সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ধৃত সায়গল হোসেনের সম্পত্তি। এদিন বোলপুরের একটি আবাসনে সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের দাবি, তদন্তে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল ও বীরভূমের বোলপুর ও সিউড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে সায়গলের। পুলিশের কনস্টেবল পদে চাকরি করে কী করে এত সম্পত্তির অধিকারী হলেন সায়গল, তা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, এই বিপুল সম্পত্তি বেনামেও থাকতে পারে। সেক্ষেত্রে কাদের নামে সম্পত্তি রয়েছে, তাও খতিয়ে দেখা হবে। সিবিআইয়ের নজরে সায়গল ঘনিষ্ঠরাও। খবর সূত্রের। সায়গলের ফ্ল্যাটে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।