BJP MLA: বিধানসভায় সাসপেশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক

2022-06-15 121

বিধানসভায় সাসপেশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক। হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী-সহ ৭ পদ্ম-বিধায়ক। আদালতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, "শুভেন্দু-সহ ৭ বিধায়ক নতুন করে আবেদন করুন। আবেদন গ্রহণ করবেন বিধানসভার অধ্যক্ষ। বিষয়টি বিধানসভাতেই সমাধান হবে।'' মামলার পরবর্তী শুনানি ১৭ জুন

Videos similaires