Rahul Gandhi Update: রাহুল গাঁধীকে ফের ইডির জিজ্ঞাসাবাদ, নথি দেখিয়ে রাহুলকে ২ ডজন প্রশ্ন: সূত্র

2022-06-15 77

ন্যাশনাল হেরাল্ড মামলায় পরপর ৩ দিন রাহুল গাঁধীকে ইডির জিজ্ঞাসাবাদ। প্রায় ৩ ঘণ্টা ধরে রাহুলকে জিজ্ঞাসাবাদ ইডির। নথি দেখিয়ে রাহুলকে ২ ডজন প্রশ্ন: সূত্র। রাহুলে হেনস্থার অভিযোগে আজও ইডি অফিস অভিযান কংগ্রেসের। শুরুতেই আটকে দেওয়ায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে কংগ্রেসের দফতরেও হামলার অভিযোগ কংগ্রেসের। হামলার অভিযোগ অস্বীকার দিল্লি পুলিশের। কাল দেশের সব রাজভবনের সামনে বিক্ষোভের ডাক কংগ্রেসের। 

Videos similaires