Landslide on Rangpo: টানা বৃষ্টির জের। সিকিমের রংপো-সিংটাম রোডে ধস। অল্পের জন্য রক্ষা এক গাড়ি চালকের

2022-06-15 109

টানা বৃষ্টির জের। সিকিমের রংপো-সিংটাম রোডে ধস। অল্পের জন্য রক্ষা এক গাড়ি চালকের। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গ-সহ সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে। আজ সকালে উত্তর সিকিমের রংপো-সিংটাম রোডে বেশ কয়েকটি জায়গায় ধস নামে। যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে উত্তর সিকিমের সঙ্গে গ্যাংটকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে।

Videos similaires