ABP-IIM Indore: ভুয়ো খবরের মোকাবিলায় মউ স্বাক্ষর করল এবিপি নেটওয়ার্ক এবং আইআইএম ইনদওরের I Bangla News

2022-06-14 60

ভুয়ো খবরের উৎস কী? মানুষের মনে তার কী প্রভাব পড়ছে? ভুয়ো খবরের মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? সেবিষয়ে হাত মিলিয়ে এগোতে, এবার একটি মউ স্বাক্ষর করল এবিপি নেটওয়ার্ক (ABP Network) এবং আইআইএম ইনদওর (IIM Indore)। যার লক্ষ্য এক তথ্যসমৃদ্ধ এবং মুক্তচিন্তার সমাজ গড়ে তোলা।

Videos similaires