Abhijit Ganguly: সিবিআইয়ের কর্মকাণ্ড দেখে আমি ক্লান্ত ও হতাশ: অভিজিৎ গঙ্গোপাধ্যায় I Bangla News

2022-06-14 222

একের পর এক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘দীর্ঘদিন কেটে গেল, সিবিআই কিছুই করছে না। ২০২১ সালের নভেম্বরে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। এখনও কোনও কার্যকরী পদক্ষেপ করেছে বলে মনে হচ্ছে না। সিবিআইয়ের কর্মকাণ্ড দেখে আমি ক্লান্ত ও হতাশ। প্রায় ৭ মাস কেটে গেলেও সিবিআই কিছু করতে পারেনি।’

Videos similaires