Bratya Basu: কোচবিহারের দিনহাটায় নতুন কলেজ তৈরির আবেদন খতিয়ে দেখে, প্রয়োজনীয় অনুমতির জন্য উদ্যোগ নেবে শিক্ষা দফতর।জানালেন ব্রাত্য বসু। Bangla News

2022-06-14 53

কোচবিহারের দিনহাটায় নতুন কলেজ তৈরির আবেদন খতিয়ে দেখে, প্রয়োজনীয় অনুমতির জন্য উদ্যোগ নেবে শিক্ষা দফতর।জানালেন ব্রাত্য বসু। আজ বিধানসভায় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর প্রশ্নের উত্তরে একথা জানান শিক্ষামন্ত্রী। বিধায়ক বলেন, এতবড় মহকুমায় মাত্র একটি কলেজ। ছাত্রছাত্রীর চাপ থাকায় মাঠেও ক্লাস নিতে হয়। নতুন কলেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একজন শিক্ষিকা এক কোটি টাকা এবং জমির ব্যবস্থা করেছেন। এরপর শিক্ষা দফতরের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। সেই আবেদন মঞ্জুর করার আবেদন করেন বিধায়ক উদয়ন গুহ। তার প্রেক্ষিতেই দিনহাটায় কলেজ তৈরির আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় অনুমতির জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

Videos similaires