Manik Bhattachariya: সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। কী আবেদন তাঁর? Bangla News

2022-06-14 603

"আমাকে একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই।" সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। সাংবাদিকদের চাঁচাছোলা প্রশ্ন এড়িয়ে শেষমেশ গাড়িতে করে বেরিয়েও যান নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।আদালতের নির্দেশে গতকাল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত নটা নাগাদ বেরোন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।নিজাম প্যালেস থেকে বেরনোর পর পরই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। সেইসব এড়িয়ে ট্রাফিক সার্জেন্টের দিকে দ্রুত হেঁটে এগিয়ে যান পর্ষদ সভাপতি । তাঁর কাছে আবেদন করেন, "আমাকে একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই।" এর কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি চলে আসে। যাতে চড়ে আইনজীবীকে নিয়ে রওনা দেন মানিকবাবু।

Videos similaires