পাকিস্তান থেকে কাশ্মীরে ঢুকে অমরনাথ যাত্রায় হামলার ছক। দুই লস্কর জঙ্গিকে হত্যা করল পুলিশ। নিহতদের মধ্যে একজন পাক নাগরিক। আহত এক পুলিশ কর্মীও। ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। পুলিশের দাবি, সেখানে হামলার ছক কষে লস্কর-ই-তৈবা। পুলিশ সূত্রে খবর, নিহত আবদুল্লাহ্ গৌজরি পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা। ২০১৮ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে লুকিয়েছিল ওই লস্কর জঙ্গি। আরেক জঙ্গি আদিল হুসেন মির অনন্তনাগের বাসিন্দা। পুলিশের দাবি, এর আগে সোপোর এনকাউন্টারের সময় পালিয়ে যায় এই দুই জঙ্গি।