বিধানসভায় মুখ্যমন্ত্রী আচার্য করার বিলে ভোটাভুটি, গণনায় ‘বিভ্রাট’। বিলের পক্ষে ভোট পড়ল ১৬৭, বিপক্ষে ভোট পড়ল ৫৫। প্রথমে পক্ষে ১৮২টি, বিপক্ষে ৪০টি ভোট পড়ার কথা ঘোষণা হয়‘৫৭জন বিজেপি বিধায়ক ভোটে অংশ নিলে, কোথায় গেল ১৭টি ভোট?’বিল নিয়ে ভোটাভুটিতে গরমিলের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।