HS Result 2022: উচ্চমাধ্যমিকে পাস করানোর দাবিতে শিক্ষা সংসদের সামনে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার

2022-06-13 166

উচ্চমাধ্যমিকে ফেল কেন? পাস করানোর দাবিতে শিক্ষা সংসদের সামনে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার। গতবারে পরীক্ষা হয়নি, তাই ১০০ শতাংশ পাস। সবাই তো পাস করবে এমন নয়। প্রায় ৮০ হাজার অনুত্তীর্ণদের মার্কশিট ইমেল করে পাঠানো হয়েছে। জানিয়ে দিলেন শিক্ষা সংসদের সভাপতি। 

Videos similaires