২০১৪ প্রাথমিক টেট দুর্নীতি মামলাতেও এবার সিবিআই তদন্ত. আজই মামলা দায়ের করে সিবিআইকে এফআইআর করতে নির্দেশ। ২৬৯জনের বেতন বন্ধের নির্দেশ এবং স্কুলে প্রবেশেও নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের। "২৬৯জনকে কেন বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছে?'' প্রশ্ন হাইকোর্টের। নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের চাকরিপ্রার্থীদের একাংশের।