ত্রিপুরার ২৩ জুন বিধানসভা উপনির্বাচনে তারকা-প্রচারকের তালিকায় মমতা-অভিষেক। নির্বাচন কমিশনকে পাঠানো তৃণমূলের চিঠিতে ২৭ জনের নামের তালিকা। তালিকায় সৌগত রায়, ফিরহাদ হাকিম, শত্রুঘ্ন সিন্হা। তালিকায় দেব, মিমি, সায়নী, সায়ন্তিকাও। কালই আগরতলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল আগরতলায় রোড শো অভিষেকের।