২০১৪ প্রাথমিক টেট দুর্নীতি মামলাতেও এবার সিবিআই তদন্ত। ২৬৯জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের। এদিন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় বলেন, "২০১৭ সালে দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৯ জনের নিয়োগ বেআইনি, তাই সিবিআই।'' পাশাপাশি আজই সিবিআই-এর সামনে প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব ও সভাপতিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।