রাহুলকে ইডি-র জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। আজ দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। সিটি সেন্টার থেকে মিছিল করে এসে কংগ্রেস কর্মীরা ইডি দফতরে ঢোকার চেষ্টা করেন। তখন নিরাপত্তারক্ষীরা বন্ধ করে দেন ইডি দফতরের গেট। এরপর গেটের সামনেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মীরা।