প্রবল গরমের জন্য রাজ্যে স্কুলের ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়াল স্কুল শিক্ষা দফতর। স্কুল ছুটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ জুন। কিন্তু এখন স্কুলে গরমের ছুটির মেয়াদ আগামী ২৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 'এই তো বর্ষা এসে যাবে। দু একদিনের মধ্যে বর্ষায় এসে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। অতিমারি গেল, স্কুল এতদিন বন্ধ। অন্তত সপ্তাহে চারদিন খোলা থাক। সপ্তাহে তিনদিন খোলা থাক।' মতামত শিক্ষাবিদ পবিত্র সরকারের।