পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে অশান্তি ছড়িয়েছে নদিয়াতেও। গতকাল বেথুয়াডহরি স্টেশনে ট্রেনে ভাঙচুর হয়। বেথুয়াডহরি হাসপাতালের সামনে ও ৩৪ নম্বর জাতীয় সড়কেও ভাঙচুর করা হয় দোকান ও বাড়ি। ঘটনার জেরে নাকাশিপাড়া ব্লকে গতকাল রাত থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ট্রেনে ভাঙচুর ও গন্ডগোলের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বেথুয়াডহরি স্টেশনে বেশি সংখ্যায় মোতায়েন করা হয়েছে GRP। গতকালের তাণ্ডবের প্রেক্ষিতে ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে বেথুয়াডহরি ব্যবসায়ী সমিতি।