Howrah Violence : পাঁচলায় বিক্রেতাদের দোকান খুলতে অনুরোধ করছে পুলিশ : ABP Ananda

2022-06-13 203

পয়গম্বর সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তির পর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে হাওড়ার পাঁচলা। আজ সকালে দেখা গেল, পাঁচলা বাজার এলাকায় বিক্রেতাদের দোকান খুলতে অনুরোধ করছে পুলিশ। ক্রেতাদের অভিযোগ, টানা দোকানপাট বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন তাঁরা। দ্রুত বাজার খোলার আর্জি জানাচ্ছেন ক্রেতারাও। অশান্তির জেরে কী অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন সাধারণ মানুষ, সেই চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। 

Videos similaires