- পয়গম্বর মন্তব্য বিতর্কের আঁচ নদিয়ার বেথুয়াডহরিতে। প্রতিবাদের নামে স্টেশনে চলে বোমাবাজি। ভাঙচুর হয় ট্রেন। অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। বেথুয়াডহরি হাসপাতাল সংলগ্ন বাড়ি, এটিএমে ভাঙচুর হয়। হাসপাতাল চত্বরেও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে।