পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল মুম্বই পুলিশ। আগামী ২৫ জুন নূপুর শর্মাকে মুম্বই পুলিশের দফতরে হাজির হতে বলা হয়েছে। এদিকে, ঠাণে পুলিশের তলব পেয়ে তাদের কাছে ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর। আজই ঠাণেতে পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল বিজেপি নেত্রীর। পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যে নূপুরকে দল থেকে বিজেপি সাসপেন্ড করেছে। তবে কেন তাঁকে গ্রেফতার করা হয়নি, এই দাবিতে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।