Morning Headlines 13 June: হাওড়া, মুর্শিদাবাদের পর নদিয়ায় তাণ্ডব, ভাঙচুর ট্রেনে, আরও খবর : ABP Ananda

2022-06-13 315

১। বিজেপি নেত্রীর পয়গম্বর মন্তব্য বিতর্কে তাণ্ডব নদিয়ায়। মিছিলের পর বেথুয়াডহরি স্টেশনে ঢুকে রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর বিক্ষোভকারীদের। ২। বেথুয়াডহরি হাসপাতাল চত্বরে বাড়ি, গাড়ি, এটিএমে ভাঙচুর। ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ী সমিতির। পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানাল পুলিশ। শান্তি বজায়ের আবেদন তৃণমূলের। ৩। মুর্শিদাবাদের রেজিনগরের পর বড়ঞা। পয়গম্বর মন্তব্যের প্রতিবাদে অবরোধ রাজ্য সড়ক, বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ৪। হাওড়ার পর মুর্শিদাবাদ। বেলডাঙা থানার আইসি বদল। সন্দীপন চট্টোপাধ্যায়কে বদলে নতুন আইসি জামালউদ্দিন মণ্ডল। রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের। ৫। সুকান্তর পর শুভেন্দু। উলুবেড়িয়া যাওয়ার পথে তমলুকেই আটকে দিল পুলিশ। প্রায় ২ ঘণ্টা পর ছাড়। আদালতে দ্বারস্থ হওয়ার হুমকি শুভেন্দুর। পুরোটাই নাটক, কটাক্ষ তৃণমূলের।

Videos similaires