Primaty TET : ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে এক মামলাকারীকে জিজ্ঞাসাবাদ-CBI-এর

2022-06-12 64

২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে এক মামলাকারীকে জিজ্ঞাসাবাদ করল CBI।  মামলাকারীর দাবি, প্রাথমিকে, ফেল করেও চাকরি পেয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ, এনিয়ে RTI করেও প্রাথমিক শিক্ষা দফতরের কাছ থেকে সদুত্তর পাননি। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলারই তদন্তভার সিবিআইয়ের হাতে।

Videos similaires