Coochbehar : মাথাভাঙায় আদালতে ঢোকার রাস্তা বেহাল, কাঠগড়ায় প্রশাসন
2022-06-12
76
কোচবিহারের মাথাভাঙায় আদালতে ঢোকার রাস্তা বেহাল। এলাকাবাসী থেকে আইনজীবী, সবারই অভিযোগ, প্রশাসনের কাছে বহুবার জানিয়েও রাস্তা মেরামত হয়নি। পূর্ত দফতরের আশ্বাস, যেটুকু রাস্তার কাজ বাকি আছে তা দ্রুত সারানো হবে।