Ekhon Kolkata : ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে এক মামলাকারীকে জিজ্ঞাসাবাদ CBI-এর

2022-06-12 109

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ের চাপে পদপিষ্ট, এক দম্পতি সহ ৩ জনের মৃত্যু।অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র পাল ও শুক্লা পাল এবং ছায়া দাসের। প্রত্যেকেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেয় প্রশাসন। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনা হয়।

Videos similaires