Shantipur Clash : শান্তিপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৮

2022-06-12 3

বিনা অনুমতিতে প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে তার নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। নদিয়ার শান্তিপুরের টেংরিডাঙা এলাকায় ব্যাপক বোমাবাজি। স্থানীয়দের তোলা মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২টি তাজা বোমা। গ্রেফতার ১৮ জন। এক পক্ষের দাবি, তাদের বাড়িতে এসে তল্লাশির নামে ভাঙচুর চালায় পুলিশ। এলাকা থমথমে। বসানো হয়েছে পুলিশ পিকেট। 

Videos similaires