Panihati : বিশৃঙ্খলায় একাধিকজনের মৃত্যু, পানিহাটির মেলা বন্ধ করে দিল প্রশাসন

2022-06-12 153

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ের চাপে কয়েকজনের মৃত্যু। অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেয় প্রশাসন। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনা হয়। 

Videos similaires