হাওড়ায় (Howrah) যাওয়ার পথে তমলুকের (Tamluk) রাধামণি মোড়ে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী দাবি করেন, কোলাঘাটে তিনি গেস্ট হাউসে একা যেতে চাইলেও তাঁকে আটকানো হচ্ছে। কোলাঘাটে ১৪৪ ধারা জারি না থাকা সত্ত্বেও তাঁকে পুলিশ বাধা দিচ্ছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে আটকানোর প্রতিবাদে কিছুক্ষণের জন্য রাধামণি মোড় অবরোধ করেন বিজেপি কর্মীরা (BJP)। এর আগে আজ শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে নিষেধ করে চিঠি পাঠায় কাঁথি থানার পুলিশ (Contai)।