North 24 Pargana News: পানিহাটির মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলায় মৃত্যু একাধিক দর্শনার্থীর, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

2022-06-12 290

উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) পানিহাটির (Panihati) মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। এক মহিলা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। গরম ও ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনার কাজ চলছে। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ট্যুইট, পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোত্সবে গরম ও আর্দ্রতাজনিত কারণে অসুস্থ ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই খবরে আমি মর্মাহত। পুলিশ কমিশনার ও জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। সবরকম সহযোগিতা করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও পুণ্যার্থীদের প্রতি সহমর্মিতা। ট্যুইটে (Tweet) লেখেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

Videos similaires