Howrah News: পাঁচলায় অশান্তি ঠেকাতে রাস্তায় পুলিশ, মজুত বজ্র ভ্যান

2022-06-12 212

পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর (Nupur Sharma) শর্মার বিতর্কিত মন্তব্যের জের। গতকালের অশান্তির পর আজ থমথমে হাওড়ার (Howrah)পাঁচলা।রাস্তায় রাস্তায় পুলিশ (West Bengal Police) পিকেট। অশান্তি ঠেকাতে মজুত রাখা হয়েছে পুলিশের বজ্র ভ্যান। গতকাল গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া (Bankura), ধূলাগড় (Dhulagarh), রানিহাটি (Ranihati), অঙ্কুরহাটি (Ankurhati)-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী (Praveen Kumar Tripathi)। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। 

Videos similaires